মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা যুবলীগের কাউন্সিলকে কেন্দ্র করে শহরে একটি মোটরসাইকেল র্যালি বের করা হয়। গতকাল শনিবার বিকেলে জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক বাবুল পারভেজের নেতৃত্বে শোভাযাত্রাটি মেহেরপুর জেনারেল হাসপাতাল গেট থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের হোটেল বাজার ৩ রাস্তার মোড়ে শেষ হয়। পরে তারা সদর উপজেলা সভাপতি আলহাজ গোলাম রসুলের সাথে দেখা করে দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন, শহর যুবলীগের সহসভাপতি ওয়াসিম সাজ্জাদ, সদর থানা কৃষক লীগের সহসভাপতি টিটন. সাংগঠনিক সম্পাদক শেখ বাবলু, মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাধারণ সম্পদক তারিক, শহর স্বেচ্চাসেবক লীগের আহ্বায়ক মামুন প্রমুখ।
উল্লেখ্য, আগামী মাসের প্রথম সপ্তায় যুবলীগের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার সম্ভবনা রয়েছে। আগামী কাউন্সিলে সদর উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন বাবুল পারভেজ।