বিজিবি-৬ ব্যাটালিয়নের চোরাচালান বিরোধী অভিযান

 

ঝিনাইদহে ৪ কোটি টাকার ভারতীয় কাপড়সহ ট্রাক আটক

ঝিনাইদহ অফিস: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের সদস্যরা ঝিনাইদহে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেছেন। গতকাল শনিবার ভোরে অভিযানে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে থেকে ৪ কোটি টাকা মূল্যের ভারতীয় মালামালসহ একটি ট্রাক আটক করা হয়েছে। এই অভিযানে নেতৃত্ব দেন বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নেরঅতিরিক্ত পরিচালক মেজর মো. আনোয়ার জাহিদ।

গতকাল ‌শনিবার সকালে বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পরিচালক মেজর মো. আনোয়ার জাহিদ এক এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত থেকে আনা অবৈধ পণ্য ঢাকায় পাচারের খবরে বিজিবি ঝিনাইদহের ক্যাডেট কলেজ এলাকায় তল্লাশি চৌকি বসায়। এ সময় পণ্যবাহী ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি সদস্যদের দেখে চালকসহ সবাই পালিয়ে যায়। পরে ট্রাক থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে, ৫ হাজার ৯৬৪ পিস ভারতীয় শাড়ি, ৫৭৯ পিস থ্রিপিস এবং ২ হাজার ৮৫২ বাহান্ন মিটার থান কাপড়। ট্রাকসহ মালামালের আনুমানিক মূল্য ৪ কোটি ৭ লাখ টাকা।এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।