মাথাভাঙ্গা মনিটর: গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল শনিবার গাজা শহরের কেন্দ্রস্থলে একটি বাড়িতে গোলা নিক্ষেপ করা হলে পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয় বলে স্বাস্থ্যকর্মীরা জানায়। ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, এদিন তারা গাজায় ২০টি লক্ষ্যবস্তু ও হামাসের রকেট উৎক্ষেপন কেন্দ্রে হামলা চালিয়েছে।সপ্তাকালের যুদ্ধবিরতি শেষে গত মঙ্গলবারের পর থেকে হামাস পাঁচশরও বেশি রকেট ছুড়েছে বলে দাবি করে সেনারা। গত শুক্রবারহামাসের রকেট হামলায় ইসরায়েলে চার বছরের এক শিশু নিহত হয়। গত ৮ জুলাইহামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর এ প্রথম কোনো ইসরায়েলি শিশু নিহত হলো।এ ঘটনার জন্য হামাসকে ‘চড়া মূল্য দিতে হবে বলে’হুঁশিয়ার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এছাড়া গাজায় আবারো স্থল অভিযান শুরুর ইঙ্গিত দিয়েছে দেশটির সেনাবাহিনী।গাজায়অভিযান শুরুর এ পর্যন্ত ২ হাজার ৭৬ জন ফিলিস্তিন নিহত হয়েছেন বলেহাসপাতালকর্মীরা জানিয়েছেন। নিহতদের অধিকাংশেই বেসামরিক নাগরিক।প্রায় ১৮ লাখ লোকের বসতি গাজায় সেনাবাহিনীর স্থল অভিযান শুরুর পরই হতাহতের সংখ্যা বাড়তে থাকে।