পাবনায় নতুন গ্যাসকূপ খনন শুরু

 

স্টাফ রিপোর্টার: পাবনারসাঁথিয়া উপজেলার মোবারকপুর গ্যাসক্ষেত্রে নতুন বৈশিষ্ট্যের ভূ-কাঠামোয়গ্যাসকূপ খনন শুরু করেছে রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনকোম্পানি-বাপেক্স। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে পেট্রোবাংলার চেয়ারম্যানঅধ্যাপক হোসেন মনসুর এ কূপ খননকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময়বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল বাকীসহ অন্য কর্মকর্তারা উপস্থিতছিলেন।কূপ খননে বাপেঙের সবচেয়ে নতুন ধরনের খননযন্ত্র (রিগ) বিজয়-১২ব্যবহার করা হচ্ছে। দেশে এর আগে এ ধরনের ভূ-কাঠামোয় কূপ খননের কাজ করাহয়নি।সাঁথিয়া উপজেলার খেতুপাড়া ইউনিয়নের মোবারকপুরে গ্যাসক্ষেত্রটিঅবস্থিত। এখানে কূপ খননকাজের আরেকটি বৈশিষ্ট্য হলো দেশের উত্তরাঞ্চলেদ্বিতীয়বারের মতো তেল-গ্যাসের কূপ খনন করা। ১৯৯৪ সালে বগুড়ার গাবতলীউপজেলায় প্রথমবার তেল-গ্যাসের কূপ খনন করা হয়েছিলো। সেখানে কোনো তেল-গ্যাসেরসন্ধান পাওয়া যায়নি।