আলমডাঙ্গা ব্যুরো: স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের সাথে পালাতে গিয়ে বেরশিকজনতার হাতে ধরা খেয়েছেন গাংনী মহিষাখোলার মহাবুল ইসলামের স্ত্রী শ্যামলী।
জানা গেছে,গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আলমডাঙ্গা হাটবোয়ালিয়া বাসষ্ট্যান্ডে এক যুবকের নিকট থেকে মোবাইলফোন চেয়ে কথা বলার সময়স্থানীয় কতিপয় যুবক মহিলার স্বামীর ঘর ছেড়ে অন্য প্রেমিক সাথে পালানোরবিষয়টি বুঝতে পারে।ঘটনাটি জানা জানি হলে উৎসুক জনতা মহিলাকে ঘিরে জটলাসৃষ্টি করে। সেময় হাটবোয়োলিয়া পুলিশ ক্যাম্প আইসি নাসির মহিলাকেক্যাম্পে নিয়ে আসেন। রাতে শ্যামলীকে তার চাচার জিম্মায় ছেড়ে দেয়াহয়েছে। শ্যামলী গাংনীর ধানখোলা গ্রামের ডালিম নামের একযুবকের সাথে পালানোর জন্য হাটবোয়ালিয়া বাজারে অপেক্ষা করছিলেন ।