খুলনায় ব্যবসায়ীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার:খুলনার রূপসা উপজেলার এক ব্যবসায়ীকে গুলি করে তার কাছ থেকে ৬০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।গুলিবিদ্ধ আশরাফুল ইসলাম (৪৫) পূর্ব রূপসা এলাকার চিংড়ি মাছের ব্যবসা করেন।খুলনা গোয়েন্দা পুলিশের ওসি, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে রূপসা সদরের জাবুসা এলাকায়এঘটনা ঘটে। ওসি রোকনুজ্জামান বলেন, নিজ প্রতিষ্ঠানের কর্মচারী আমিরুলকেসাথে নিয়ে ব্যবসায়ী আশরাফুল ব্র্যাক ব্যাংক থেকে ৬০ লাখ টাকা তুলে মোটরসাইকেলেকরে পূর্ব রূপসায় যাচ্ছিলেন। পথে জাবুসা মোড়ে একদলঅস্ত্রধারী তাদের গতিরোধ করে। তারা আশরাফুলকে গুলিকরে এবং আমিরুলকে কুপিয়ে টাকাভর্তি বেগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।