মেহেরপুরে জরিমানা করায় ভ্রাম্যমাণ আদালত বাধার মুখে

 

মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় ক্ষতিকর পলিথিনবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে বাধার মুখে পড়েন সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতের একটি দল। ক্ষতিকর পলিথিন ব্যবহারের অপরাধে বুধবার বিকেলে মেহেরপুর শহরের বড় বাজার এলাকার স্বপন হার্ডওয়ার, কলিম হার্ডওয়ার ও নজরুলের মুদি দোকানে জরিমানা করা হয়। এতে বাজার ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে তাদের দোকান বন্ধ করে রাস্তায় নেমে আসেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই সময় সদর থানার এসআই কামালের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। একই সময় মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নূর হোসেন আঙ্গুর ও তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ ঘটনাস্থলে পৌঁছে ব্যবসায়ীদের শান্ত করে দোকান খুলতে অনুরোধ করেন। পরে ব্যবসায়ীরা তাদের নিজ নিজ দোকান খোলেন।