মিশুকে ছেড়ে দিয়েছে ডিবি

স্টাফ রিপোর্টার: তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির আহ্বায়ক মোশরেফা মিশুকে ছেড়ে দিয়েছে ঢাকামহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার বিকেলে আটকের পর সন্ধ্যা সাড়েসাতটার দিকে ডিবি কার্যালয় থেকে তাকে ছেড়ে দেয়া হয়। ডিবির উপকমিশনার শেখনাজমুল আলম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে ঢাকার গুলশান-বাড্ডালিংক রোডে বিকেলে তোবা গ্রুপের শ্রমিকদের মিছিল-সমাবেশে বাধা দেয় পুলিশ।‘অনুমতি নেই’এমন কারণ দেখিয়ে পুলিশ শ্রমিকদের এ কর্মসূচি পণ্ড করে দেয় ওঘটনাস্থল থেকে মোশরেফা মিশুকে আটক করে।

তিন মাসের মজুরি,ওভারটাইম ওঈদ বোনাসের দাবিতে তোবা গ্রুপের শ্রমিকেরা ঈদের আগের দিন থেকে অনশন করেন।টানা ১১ দিন অনশন কর্মসূচি চলে। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’রমধ্যস্থতায় ৬ ও ৭ আগস্ট দুই মাসের এবং ১০ আগস্ট এক মাসের মজুরি ও ওভারটাইমপান শ্রমিকেরা। পরে গতমঙ্গলবার তোবার পাঁচটি কারখানা বন্ধ ঘোষণা করেনমালিক দেলোয়ার হোসেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, গতকাল দুপুরের পর থেকে গুলশান-বাড্ডালিংক রোডে তোবার শ্রমিকেরা জড়ো হতে শুরু করেন। বেলা তিনটা ১০ মিনিটে মিছিলশুরু করার আগ মুহূর্তে বাড্ডা থানা পুলিশ মিছিলে বাধা দেয়। পুলিশ তাদেরকাছ থেকে ব্যানার কেড়ে নেয়। একপর্যায়ে শ্রমিক ও পুলিশের মধ্যে বাগবিতণ্ডাহয়। পুলিশ বেলা সাড়ে তিনটার দিকে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির আহ্বায়কমোশরেফা মিশুকে ভ্যানে তুলে নিয়ে যায় এবং জড়ো হওয়া শ্রমিকদের সড়ক থেকেসরিয়ে দেয়।