মহেশপুরে কোদলা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে একজনের মৃত্যু

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুরে কোদলা নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে লুৎফর রহমান (৫৫) নামের এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দুপুর ২টার দিকে উপজেলার সীমান্তবর্তী মাটিলা গ্রামে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মহেশপুর উপজেলার সীমান্তবর্তী মাটিলা গ্রামের লুৎফর রহমান দুপুরে কোদলা নদীতে জাল দিয়ে মাছ ধরতে যায়। জাল দিয়ে মাছ ধরার সময় হঠাত তিনি কোদলা নদীতে পড়ে যান। পরে পানির ভেতর থেকে লুৎফর রহমানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।