ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা থানা পুলিশ অভিযান চালিয়ে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। থানা পুলিশ সদস্য এএসআই মেজবাহুর রহমান গতকাল বুধবার রাত ৯টার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা আবাসন প্রকল্প থেকে তাকে গ্রেফতার করেন। সে উপজেলার লোকনাথপুর গ্রামের চাঁদ আলীর ছেলে জহুরুল ইসলাম (২৭)। গতকালই দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করেছে।