আকাশছোঁয়াটাকাও টলাতে পারেনি মুলারকে

মাথাভাঙ্গা মনিটর: ২০০৬ বিশ্বকাপে জার্ড মুলারকে সরিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার আসনটানিয়েছিলেন রোনালদো। মাঝে মাত্র একটি বিশ্বকাপ। এরপর রোনালদোর মাটিতে ওইরেকর্ডটা নিজের করে নিয়েছেন মিরোস্লাভ ক্লোসা। জার্মান ফরোয়ার্ডের এ রেকর্ডযে খুব ‘নিরাপদ’,তা-ও নয়! কারণ ক্লোসার স্বদেশি টমাস মুলার আছেন না!বিশ্বকাপে আলো ছড়ানো এমন খেলোয়াড়কে কে না পেতে চায়! ম্যানচেস্টার ইউনাইটেডওচেয়েছিলো!রেড ডেভিল’রা মুলারকে পেতে এতোটাই মরিয়া ছিলোযে, কাড়িকাড়ি টাকা ঢালতে তাদের আপত্তি ছিলো না। এ খবর জানিয়েছেন ২৪ বছর বয়সীঅ্যাটাকিং মিডিফিল্ডার নিজেই। জার্মান পত্রিকা ‘বিল্ড’কে মুলার বলেছেন, ‘হ্যাঁ,সেখানে গেলে অনেক টাকা আয় করতে পারতাম। বিদেশি ক্লাবটি (ইউনাইটেড)যে অঙ্কের টাকা দেয়ার কথা বলেছিলো,সেটি এক কথায় ছিলো আকাশছোঁয়া।কিন্তুবিপুল অর্থও টানতে পারেনি মুলারকে। থেকে গেছেন বায়ার্ন মিউনিখেই। অবশ্যআজকের মুলার হওয়ার পেছনে ইউনাইটেড লুই ফন গালের যথেষ্ট ভূমিকা রয়েছে। ডাচকোচই ২০০৯ সালে বায়ার্নের মূল দলে জায়গা করে দিয়েছিলেন মুলারকে। এ কারণে ফনগালের আগ্রহ উপেক্ষা করতে পারবেন কি-না,সেটিও ছিলো এক প্রশ্ন।পেরেছেন, মুলার পেরেছেন। অর্থ, সাবেক গুরুর ডাক- সবই হার মেনেছে মুলারের দেশপ্রেমেরকাছে। স্বদেশি ক্লাব বায়ার্ন ছেড়ে কোথাও যাবেন না,সেটি স্পষ্ট জানিয়েদিয়েছেন তিনি।