৮ জেলা-দায়রা জজকে বদলি : মেহেরপুর আসছেন রবিউল হাসান

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশসুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের আটজনকর্মকর্তাকে তাদের বর্তমান কর্মস্থল হতে বদলি করেছে আইন মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

এদিকেকাস্টমস,এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইবুনাল,ঢাকার সদস্য নুরুলইসলাম খানকে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা,ফরিদপুরের জেলা ও দায়রা জজ মো. আনোয়ারুল হককে বরিশালের জেলা ও দায়রা জজ,আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল,ঢাকার রেজিস্ট্রার এ.কে.এম নাসির উদ্দিনমাহমুদকে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ,সাতক্ষীরার জেলা ও দায়রা জজ মো.ওবায়দুস সোবহানকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ,নাটোরের জেলা ও দায়রা জজ মো.জাহিদুল ইসলামকে ফরিদপুরের জেলা ও দায়রা জজ,বাগেরহাটের জেলা ও দায়রা জজ এস.এম সোলায়মানকে ঝালকাঠির জেলা ও দায়রা জজ,রংপুরের বিশেষ জজ মো. রবিউলহাসানকে মেহেরপুরের জেলা ও দায়রা জজ এবং পাবনার নারী ও শিশু নির্যাতন দমনট্রাইবুনালের বিচারক মো. সফিকুল ইসলামকে প্রেষণে বিচার প্রশাসন প্রশিক্ষণইনস্টিটিউট,ঢাকার পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়েছে।