নতুন চিকিত্সকদের পদায়ন কাল

স্টাফ রিপোর্টার: ৩৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাওয়া ৬ হাজার ৮৯ জন নতুন চিকিত্সকের পদায়ন আদেশ আজ বুধবার জারি করা হবে। আজ বিকেলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে এ আদেশ প্রকাশ করা হবে।বাসসের এক খবরে এ কথা জানানো হয়েছে।পদায়ন পাওয়া চিকিত্সকদের সাত দিনের মধ্য নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে হবে।৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ৬ হাজার ৮৯ জন চিকিত্সক ৭ আগস্টবঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে যোগদান করেন। যোগদানের জন্য ৬হাজার ১৫১ জন চিকিত্সকের নামে প্রজ্ঞাপন জারি হলেও ৬২জন যোগদান করেননি।

এদিকে নবনিযুক্ত চিকিত্সকসহ সব চিকিত্সক কর্মস্থলে থেকে নিয়মিত রোগীদেরসেবা দিচ্ছেন কি-না, তা মনিটরিং করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবআইয়ুবুর রহমানকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে।