১৪ বছর অনশনে থাকা শর্মিলা মুক্তি পাচ্ছেন

মাথাভাঙ্গা মনিটর: ভারতের মনিপুরে ১৪ বছর ধরে অনশন চালিয়ে যাওয়া অধিকারকর্মী ইরোম শর্মিলামুক্তি পাচ্ছেন। গতকাল মঙ্গলবার মনিপুরের একটি আদালত শর্মিলার মুক্তির আদেশদিয়েছেন বলে জানানো হয়েছে।২০০০ সালের নভেম্বরেগ্রেফতার হওয়ার পর থেকে শর্মিলা অনশনে আছেন। তখন থেকেই জোর করে নাকে নলঢুকিয়ে তরল খাবার দিয়ে তাঁকে বাঁচিয়ে রাখা হয়েছে। অনশনের নামে শর্মিলাআত্মহত্যার চেষ্টা করেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

আদালতজানিয়েছেন, শর্মিলার বিরুদ্ধে আত্মহত্যা চেষ্টার অভিযোগের কোনো ভিত্তি নেই।এ অভিযোগে তাকে অভিযুক্ত করে দেয়া আদেশের বিরুদ্ধে তিনি ২০১২ সালে আবেদনকরেছিলেন।বর্তমানে ইরোম শর্মিলার বয়স ৪২ বছর। সংঘাতপূর্ণ এলাকায় যেকাউকে আটক ও জিজ্ঞাসাবাদের ক্ষমতা সেনাবাহিনীকে দিয়ে করা ‘সশস্ত্র বাহিনীরবিশেষ ক্ষমতা আইন’ বাতিলের দাবিতে তিনি অনশন করছেন।আসাম রাইফেলসসদস্যদের গুলিতে ইমফলে ১৪ জন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে ২৭ বছর বয়সে ইরোমশর্মিলা প্রথম অনশন শুরু করেন। এর তিন দিন পর মনিপুর পুলিশ তাকে গ্রেফতার করে। তখন থেকে তিনি বিচারিক হেফাজতে আছেন।