আইসিইউতে তাপস পাল

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতের পশ্চিমবঙ্গের তারকা সাংসদ তাপস পাল গুরুতর অসুস্থ। ব্রেন স্ট্রোকে আক্রান্ত তিনি।তাকে ভর্তি করা হয়েছে দক্ষিণ কলকাতার এক নার্সিংহোমে। আপাতত আইসিইউতে রাখা হয়েছে তাকে। করা হয়েছে এমআরআইও।মঙ্গলবারসকাল থেকে স্পষ্ট দেখতে পাচ্ছিলেন না কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। পরীক্ষানিরীক্ষার পর বোঝা যায় তার ব্রেন স্ট্রোক হয়েছে। এরপরই তাকে বেসরকারিনার্সিংহোমে ভর্তি করা হয়। আপাতত তাকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে বলেনার্সিংহোম সূত্রে জানানো হয়েছে। তার শারীরিক অবস্থা খুঁটিযে দেখার জন্যদু সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি তিনি তার দলীয় সভায় বক্তব্য দিতে গিয়ে অপত্তিকর উক্তি আওড়ে চরম সমালোচনার মধ্যে পড়েন।