খুনি সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে শাস্তি দাবি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ওয়ার্কার্সপার্টি চুয়াডাঙ্গা জেলা শাখা সন্ত্রাসবিরোধী দিবস পালন করেছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা ওয়ার্কার্সপার্টি সভাপতি কমরেড সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ওয়ার্কার্সপার্টির সভাপতি কমরেড সিরাজুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড আনোয়ার হোসেন, জেলা নেতা কমরেড দাউদ হোসেন, যুবনেতা মামুন-অর রশিদ, ছাত্রনেতা শিপন, আলমগীর প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৯২ সালে তৎকালীন সম্প্রদায় শক্তি বিএনপি ও জামায়াতের পৃষ্ঠপোষকতায় পালিত সন্ত্রাসীরা আমাদের প্রায়প্রিয় নেতা বর্তমানে ওয়ার্কার্সপার্টির কেন্দ্রীয় সভাপতি বিমান ও পর্যটনমন্ত্রী কমরেড রাশেদ খান মেননের বুকে ব্রাসফায়ার চালানো হয় হত্যা করার উদ্দেশ্যে। শুধু তাই নয় আমাদের চুয়াডাঙ্গা জেলার তৎকালীন নেতা মখলেচ, হইদার, মন্টু, উজির এবং গুচ্ছগ্রামের ৮জন নিরীহ কৃষকসহ ১৮জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছিলো। সেই সব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। প্রেসবিজ্ঞপ্তি।