(দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে গাঁজা বিক্রেতার ছয় মাসের জেল)
ফেনসি হিরো গাঁজা
চলছে পাজা পাজা
সব যেনো আজ থোড়ায় কেয়ার
দিচ্ছো যতোই সাজা।
ইয়াবা মদ তাড়ি
আসছে কাড়ি কাড়ি
শাস্তি পেয়েও খোর খদ্দের
করছে বাড়াবাড়ি।
জেল কারাগার ফাঁসি
এ সব খবর বাসি
ছোট খাটো দণ্ড পেয়ে
হাসছে ভিলেন হাসি।