চুয়াডাঙ্গার নেহালপুর ফুটবলে সরোজগঞ্জ ও হিজলগাড়ির জয়লাভ

 

বেগমপুর প্রতিনিধি:চুয়াডাঙ্গা সদরের নেহালপুর স্কুলমাঠে নেহালপুর মিতালী যুবসংঘের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল খেলায় গতকাল সোমবার তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকালের খেলায় অংশগ্রহণ করে ফুলবাড়ি একাদশ ও সরোজগঞ্জ একাদশ। সরোজগঞ্জ একাদশ ২-০ গোলে জয়লাভ করে। গতপরশু রোববার হিজলগাড়ি একাদশ বনাম গোবিন্দপুর একাদাশের খেলায় গিজলগাড়ি একাদশ ৩-১ গোলে জয়লাভ করে। খেলাটি পরিচালনা করেন রনি, খায়রুল ইসলাম যুদ্ধ ও শরিফুল ইসলাম। খেলার ধারাভাষ্যে ছিলেন ডাক্তার লোকমান হোসেন লাল্টু। উল্লেখ্য খেলায় চেম্পিয়ান দল পাবে নগদ ২০ হাজার টাকা এবং রানাসআপ দলপাবে ১৫ হাজার টাকা।