ফার্গুসনে বিক্ষোভ থামাতে ন্যাশনাল গার্ড মোতায়েন

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে একজন নিরপরাধকৃষ্ণাঙ্গ তরুণের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠা মিসৌরিঅঙ্গরাজ্যের ফার্গুসনে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না বিক্ষোভ। আইনশৃঙ্খলাফেরাতে তাই পুলিশকে সহায়তা করতে ন্যাশনাল গার্ড তলব করেছেন মিসৌরির গভর্নরজে নিক্সন।ঘটনাস্থলে ন্যাশনাল গার্ডপাঠাতে একটি নির্বাহী আদেশে সই করেন তিনি। দ্বিতীয় দিনের মতো রাত্রিকালীন কারফিউয়েরকিছুক্ষণ আগে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষের পর এ পদক্ষেপ নেয় মিসৌরিসরকার।
গত ৯ আগস্ট রাস্তায় মাইকেল ব্রাউন (১৮) নামের এক কৃষ্ণাঙ্গ তরুণশ্বেতাঙ্গ পুলিশের গুলিতে নিহত হলে ফার্গুসনে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বর্ণবাদী আচরণআশঙ্কায় কৃষ্ণাঙ্গ অধ্যুষিত ফার্গুসনের বাসিন্দারা পুরো সপ্তাহজুড়ে পুলিশের সঙ্গেদফায় দফায় সংঘর্ষে জড়ান।যে পুলিশ সদস্য ব্রাউনকে গুলি করেছিলেন তার নাম (ড্যারেন উইলসন) প্রকাশের পর গত শুক্রবার সহিংসতা আরো ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গেসংঘর্ষের পাশাপাশি দোকানপাটে শুরু হয় লুটপাট।এ পরিস্থিতিতে শনিবার এক সংবাদসম্মেলনে জরুরি অবস্থা জারির ঘোষণা দেন গভর্নর নিক্সন।