ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে ড্রাইভারকে ছুরিকাঘাতে গুরুতর জখম করে আলমসাধু ছিনতাইয়ের ঘটনায় আটক হওয়া সন্দেহভাজন আসামি ফজলুর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালতের বিজ্ঞ বিচারক দু দিনের রিমান্ড মঞ্জুর করেন। ফজলুর বাড়ি উপজেলার রাড়িপাড়া গ্রামে।
মামলার তদন্তকারী কর্মকর্তার কালীগঞ্জ থানার এসআই নীরব হোসেন জানান, গত ১৪ জুন রাত ৯টার দিকে উপজেলার রাড়িপাড়া গ্রামের আলী বক্স বিশ্বাসের ছেলে আলমসাধুচালক নজরুল ইসলাম (৩২) কালীগঞ্জ থেকে রাড়িপাড়া গ্রামের নিজ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বেথুলী আখ সেন্টারের সন্নিকটে একদল ছিনতাইকারী ড্রাইভার নজরুলকে ছুরি দিয়ে গলা কেটে ও এলোপাতাড়িভাবে কুপিয়ে আলমসাধুটি ছিনতাই করে নিয়ে যায়। বর্তমানে গুরুতর জখম নজরুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় রাড়িপাড়া গ্রামের দুছিনতাইকারী মিন্টু ও ছমিরের নামে কালীগঞ্জ থানায় মামলা হয়। পুলিশ এ মামলার সন্দেহজনক আসামি ফজলুকে আটক করে আদালতে হাজির করলে আদালত জিজ্ঞাসাবাদের জন্য দু দিনের রিমান্ড মঞ্জুর করেন।