ইবির ভর্তি পরীক্ষা ২৩ নভেম্বর শুরু

 

ইবি প্রতিনিধি: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হবে। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। গত ৭ জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সভাকক্ষে উপাচার্য ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন উপউপাচার্য ড. মো. শাহিনুর রহমানসহ কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যবৃন্দ। সভা পরিচালনা করেন রেজিস্ট্রার কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. মসলেম উদ্দিন।