ইবিতে শিক্ষক সমিতির বর্ধিত কার্যালয় ও শিক্ষক লাউঞ্জ উদ্বোধন

 

 

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতির বর্ধিত কার্যালয় ও শিক্ষক লাউঞ্জ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার অনুষদ ভবনের নিচে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রাশিদ আসকারী, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. রুহুল কেএম সালেহ, অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. সাইদুর রহমান, অধ্যাপক ড. ইকবাল হোছাইন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষক লাউঞ্জে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মামুনুর রহমানের পরিচালনায় ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার।