আলমডাঙ্গা স্টেশনপাড়ার মিনি ও তার পরিবারের জমজমাট মাদক ব্যবসা

 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা স্টেশনপাড়ার মিনি খাতুনের পরিবারের মাদক ব্যবসার কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার মানুষ। তার স্বামী আলাউদ্দিনেকে ৱ্যাব আটক করলেও থেমে নেই তাদের এ ব্যবসা। রাত-দিন সমানে বেচাবিক্রি হয় মাদক। কয়েকবার মিনি গ্রেফতার হলেও আইনের ফাঁক-ফোঁকর দিয়ে আবার বেরিয়ে আসেন। পরে আবারও সেই ব্যবসায় ফিরে যান তিনি ও তার পরিবার।

আলমডাঙ্গায় বেশ কিছু স্থানে মাদকের বেচা-কেনা হয়। পুলিশ জেনেও তাদের বিরুদ্ধে তেমন ব্যবস্থা নেয় না। অভিযোগ আছে পুলিশ সেখান থেকে নিয়মিত পয়সা কড়ি নেয়। সেরকম একটি মাদকের ঘাঁটি আলমডাঙ্গা স্টেশনপাড়ার আলাউদ্দিনের স্ত্রী মিনি খাতুনের বাড়ি। গ্রামীণফোন টাউয়ারের নিচে মিনি খাতুন সব সময় মাদকের ব্যবসা করে থাকেন। সেখানে অনেক নামী-দামি লোকও খদ্দের হয়ে আসেন। কখনো কখনো মোবাইলের মাধ্যমে খদ্দেরের অবস্থান জেনে সেখানে পৌঁছে দেয়া হয় মাদক। তাদের এ মাদক ব্যবসার কারণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। অনেকেই অভিযোগ করে বলেছেন, গত শনিবার সন্ধ্যারাতে ৱ্যাব আকস্মিক অভিযান চালায় ওই মাদকের আস্তানায়। সেখান থেকে মিনি খাতুনের স্বামী আলাউদ্দিনকে মাদকদ্রব্যসহ আটক করা হয়। কিন্তু এরপরেও আলাউদ্দিনের স্ত্রী মিনি খাতুনের মাদক ব্যবসা থেমে নেই। অভিযোগকারীরা জানান, ফেনসিডিল, গাঁজা, ইয়াবা, মদসহ সব রকম মাদক বিক্রি হয় এখানে। পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে ভয়-ভীতি দেখিয়ে বখরাও নিয়ে থাকে কেউ কেউ। এলাকার লোকজন জানায়, ‘মিনি খাতুন শুধু একা নয়, দু মেয়ে আলোমতি-মালা, জামাই রুবেল ও মা ফাইমাও মাদক ব্যবসার সাথে জড়িত। যা পুলিশ ভালোভাবেই জানে। তাদেরকে বলা হলেও কোনো ফল হয় না। এ ব্যাপারে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।