ন্যান্সিকে ল্যাবএইডে স্থানান্তর

 

স্টাফ রিপোর্টার: সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সিকে ঢাকারল্যাবএইড বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মাত্রাতিরিক্ত ঘুমেরবড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়া এ শিল্পীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গতকাল রোববারসকালে ল্যাবএইডে নেয়া হয়। ন্যান্সির ভাই জনি সাংবাদিকদের জানান, তার  বোনকে সকাল নয়টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ল্যাবএইড বিশেষায়িতহাসপাতালে নেয়া হয়েছে।  সেখানে তাকে আইসিইউ রাখা হয়েছে। ডা. ফরহাদেরতত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি। এর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজহাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ন্যান্সি। গত শনিবার রাত ১টা পর্যন্ত তারশারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেস্থানান্তর করা হয়। এ ব্যাপারে ন্যান্সির ভাই জনি অভিযোগ করে বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সন্তোষজনক চিকিৎসাসেবা না পাওয়ায় তারবোনকে ঢাকায় আনা হয়েছে।

গত পরশু শনিবার বিকেলে নেত্রকোনার নিজ বাড়িতে তিনিঅতিরিক্তঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

কেন আত্মহত্যার অপচেষ্টা চালিয়েছেন? এ প্রশ্ন এখন সকলের মাঝে। একাধিকসূত্র বলেছে, ঘুমের মাত্রারিক্ত পিল সেবনে আত্মহত্যার অপচেষ্টার আড়ালে রয়েছে স্বামী ময়মনসিংহ পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা নাজিমুজ্জামান জায়েদের সাথে মান-অভিমান অন্যতম। একই সাথে ন্যান্সির সহকর্মী কণ্ঠশিল্পী-সুরকাররা বলেছেনস্বামীর অতিমাত্রার সন্দেহ প্রবণতায় এ আত্মহননের পথে হাঁটতে তাকে বাধ্যকরেছে।