দু মাদকব্যবসায়ীসহ ৩ জনের জেল-জরিমানা

 

চুয়াডাঙ্গার খাড়াগোদায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান :

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন সদর উপজেলার খাড়াগোদা বাজারে। বাজার এলাকা থেকে দুজনকে গাঁজাসহ আটক করা হয়। গাঁজা রাখার অপরাধে আটককৃতদের কারাদণ্ড ও ডিলিং লাইসেন্স না থাকার অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সকাল সোয়া ১০টার দিকে চুয়াডাঙ্গা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের খাড়াগোদা বাজারে। এ সময় বাজারের বিলাত মণ্ডলের ছেলে সাফাত ও সুন্নত আলীর ছেলে মহাসিনের চায়ের দোকানে অভিযান চালানো হয়। ওই দোকান থেকে উদ্ধার করা হয় ১০১ পুরিয়া গাঁজা। গাঁজা রাখার অপরাধে সাফাত ও মহাসিনকে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। দণ্ডিত মহাসিন ও সাফাতকে গতকালই চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। একই অভিযানে বাজারের রোকন ট্রেডার্সে ডিলিং লাইসেন্স না থাকার অপরাধে ২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। অভিযানকালে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিমল কুমার মুখার্জি, পেশকার হাবিবুর রহমান প্রমুখ।