স্টাফ রিপোর্টার: টাকা নিয়ে ওষুধ না দেয়ায় মেহেরপুর গাংনীর ভরাট গ্রামের আব্দুল খালককে ধরে চুয়াডাঙ্গা পুলিশে দেয়া হলেও মামলা করা হয়নি। ফলে পুলিশ গতকাল রোববার সন্ধ্যায় তাকে ছেড়ে দেয়।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে চুয়াডাঙ্গা সিঅ্যান্ডবিপাড়ার মর্ডান হারবালের মালিক জহুরুল ইসলাম বলেছেন, বেশ কিছুদিন আগে ওষুধের জন্য টাকা দেয়া হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেরপুর গাংনীর ভরাট গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে আব্দুল খালেক বলেন, ভারত থেকে যৌন উত্তেজক ওষুধ নিয়ে মর্ডান হারবালসহ অনেকের কাছেই বিক্রি করি। পুলিশসূত্র বলেছে, গতকাল রোববার দুপুরে আব্দুল খালেক দৌলাতদিয়াড় বাসস্ট্যান্ডে অবস্থান নিলে সংবাদ পেয়ে জহরুল ইসলাম কয়েকজনকে সাথে নিয়ে তাকে ধরে সিঅ্যান্ডবিপাড়ায় নেয়। পরে দেয়া হয় পুলিশে।
আব্দুল খালককে থানায় দেয়া হলেও জহরুল ইসলাম মামলা দায়ের না করায় পুলিশ খালেককে ছেড়ে দেয়। খালেক ওষুধ না দিতে পারলে পাওনা টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন জহুরুল ইসলাম।