বাংলাদেশ সরকারের অবস্থান স্পষ্ট হওয়া দরকার
স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখা মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। অভিশপ্ত ও সন্ত্রাসী জাতি ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের উপত্যকা গাজায় নারী-পুরুষ ও শিশুসহ সকল বেসামরিক মানুষের ওপর নির্বিচারে বোমা হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করা হয়।
এক প্রেসবিজ্ঞপ্তি জানানো হয়েছে, গতকাল শনিবার শহীদ হাসান চত্বরে ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন ও শ্রমিক আন্দোলনের অংশগ্রহণে প্রতিবাদসভা, অবস্থান কর্মসূচি ও মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি প্রভাষক আবুল হাসান। বক্তব্য রাখেন সেক্রেটারি ডা. জিনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমরান সরকার, প্রচার সম্পাদক মাছুম বিল্লাহ, অর্থ সম্পাদক মাও. সাইফুল ইমসলাম, দামুড়হুদা থানা সেক্রেটারি হাসানুজ্জামান সজিব, ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আশিকুল আলম, শ্রমিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ। সভাপতি তার বক্তব্যে বলেন, ফিলিস্তিনের নির্যাতিত মুসলিম জনপদের পক্ষে বাংলাদেশ সরকারের অবস্থান স্পষ্ট হওয়া দরকার। ক্ষমতাসীন রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো সক্রিয় পদক্ষেপ বা দলীয় কর্মসূচি কেন নেয়া হচ্ছে না এ নিয়েও আশঙ্কা প্রকাশ করেন।