ইসরায়েলি মেডেল ফিরিয়ে দিলেন ডাচ নাগরিক

মাথাভাঙ্গা মনিটর: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৬ স্বজননিহত হওয়ার প্রতিবাদে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানবিক অবদানের জন্য দেয়াইসরায়েলি সম্মান ফিরিয়ে দিয়েছেন নেদারল্যান্ডসের এক নাগরিক।গতকাল শনিবার বিশ্বেরবিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, দ্বিতীয়বিশ্বযুদ্ধ চলাকালে হিটলারের নাজি বাহিনীর তীক্ষ্ণ নজরদারি থেকে এক ইহুদি শিশুকেলুকিয়ে রেখেছিলেন হেঙ্ক য্যানোলি।১৯৪৩-৪৪ সালে য্যানোলিদের বাড়িতে নিরাপদআশ্রয় পেয়েছিলো ওই ইহুদি শিশু। এ অবদানের জন্য ২০১১ সালে য্যানোলি ও তার মাকে‘রাইথেয়াস অ্যামং দ্য ন্যাশন’ পুরস্কারে ভূষিত করে সম্মান জানিয়েছিলোইসরায়েল।দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি নিধন চলাকালে অন্য ধর্মবিশ্বাসের যারাইহুদিদের আশ্রয় দিয়ে রক্ষার জন্য নিজেদের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছিলেন,ইসরায়েল রাষ্ট্রের পক্ষ থেকে তাদের এ সম্মান দেয়া হয়।৯১ বছর বয়সী য্যানোলিদ্য হেগে অবস্থিত ইসরায়েলি দূতাবাসে চিঠি লিখে জানিয়েছেন তিনি ইসরায়েলের দেয়াসম্মান আর বহন করতে পারবেন না।
ইসরায়েলি হারেৎজ সংবাদপত্রে প্রকাশিত একচিঠিতে য্যানোলি বলেছেন, আমাকে দেয়া ইসরায়েলি রাষ্ট্রের সম্মান এ পরিস্থিতিতে বহনকরা আমার পরিবারের সদস্যদের জন্য অপমানজনক হবে, যারা গাজায় তাদের অন্ততপক্ষে ছয়স্বজনকে হারিয়েছেন।আমার মা’র নাতির ছেলেমেয়ারা তাদের দাদিকে,তাদের তিনজনচাচাকে,এক চাচিকে এবং এক চাচাতো ভাইকে হারিয়েছেন, লিখেছেন তিনি।২০ জুলাইগাজায় ইসরায়েলি বিমান হামলায় এরা নিহত হন।