আলমডাঙ্গার জামজামিতে ইউনিয়ন যুবলীগের দ্বিবার্ষিক সম্মেলন

 

 

জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার নারায়ণপুর-শ্রীনগর প্রাইমারি স্কুল মাঠে গতকাল শনিবার বিকেল ৫টায় জামজামি ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ওয়ার্ড আ.লীগের সভাপতি মো. আলী হোসেন। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন। বিশেষ অতিথি ছিলেন জামজামি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. রাহাব উদ্দিন, জামজামি ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক মো. শাহীন রেজা, জেলা যুবলীগের নির্বাহী সদস্য শাহারুজ্জামান শাহানুর।

এ সম্মেলনের উদ্বোধক ছিলেন জামজামি ইউনিয়ন যুবলীগের সভাপতি ডা. আসাদুজ্জামান ডেভিড। ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক শাহ রতনের উপস্থাপনায় বক্তব্য রাখেন ইউনিয়ন আ.লীগের যুগ্মসাধারণ সম্পাদক ইজাল উদ্দিন, সহসভাপতি দাউদ আলি মেম্বার, জামজামি ইউনিয়ন যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক টনি মৃধা, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সুইট মেম্বার,রিপন শাহ, আলি আকবর কয়েল, কামরুল ইসলাম, উসমান আলি, আলম আলি প্রমুখ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে জামজামি ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আকতার আলি, সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম, সহসভাপতি ডা. মিঠু, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন ওসহসাংগঠনিক সম্পাদক সবুজ হোসেনকে নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।