গাংনী মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার মাথাভাঙ্গা নদীর কাজিপুর গ্রামের কাছ থেকে গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে শামীম হোসেন (২৭) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহেরমাদি চরের শহিদুল ইসলামের ছেলে।
শামীমের পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি তিনি শ্রমিক হিসেবে কাজ করার জন্য ভারতে যায়। গত শুক্রবার দুপুরে সঙ্গীয় কয়েকজনের সাথে বাড়ি ফেরার সময় শিকারপুর সীমান্তে বিএসএসফ সদস্যরা ধাওয়া করেন। তারা নদীতে ঝাঁপিয়ে পড়লে নিখোঁজ হন শামীম। পরে গতকাল সন্ধ্যায় কাজিপুর গ্রামের খাঁপাড়ার কাছে মাথাভাঙ্গা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন পরিবারের লোকজন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম।