কণ্ঠশিল্পী ন্যান্সির আত্মহত্যার চেষ্টা

 

স্টাফ রিপোর্টার: জনপ্রিয়সঙ্গীতশিল্পী ন্যান্সি আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। অতিরিক্ত ঘুমের ওষুধখেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।মুমূর্ষু অবস্থায় তাকে নেত্রকোণা সরকারি মেডিকেল থেকে রাতেই ময়মনসিংহ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সাথে থাকা লোকজন বলেছেন, তার আবস্থা আশঙ্কাজনক ছিলো।

উল্লেখ্য,আনুষ্ঠানিকভাবে বিএনপির রাজনীতির সাথে যুক্ত হওয়ার পর থেকে রহস্যজনকভাবেতার আউটডোর কনসার্টের সংখ্যা কমতে থাকে। এছাড়া বিভিন্ন টেলিভিশনে তারউপস্থিতির হারও ছিলো হাতে গোনা। কনসার্টের সংখ্যা কমার ফলে তিনি আর্থিকভাবেঅনটনে পড়েন। এরপর থেকে তিনি হতাশ হয়ে পড়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমেইতোমধ্যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।