মাথাভাঙ্গা নদীতে ডুবে স্কুলছাত্র সাইফের করুণ মৃত্যু :আহত ১

 

 

দর্শনা অফিস: প্লাস্টিকের বোতল দিয়ে ভাসমান ভেলা তৈরি করে জীবন দিতে হলো কেরুজ স্কুলছাত্র সাইফকে। মাথাভাঙ্গা নদীতে ভেলায় চড়তে গিয়ে পানিতে ডুবে সাইফের করুণ মৃত্যু হয়েছে। আহত হয়েছে আতিকুর নামের আরো একজন স্কুলছাত্র। তাকে চিকিৎসাধীন রাখা হয়েছে।

জানা গেছে, দর্শনা কলেজপাড়ার আ. হালীমের ছেলে কেরুজ হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্র সাইফ ও শ্যামপুর জোড়া বটতলাপাড়ার ক্যাপ্টেনের ছেলে ৮ম শ্রেণির ছাত্র আতিকুর প্লাস্টিকের বোতল দিয়ে ভাসমান ভেলা তৈরি করে। এ ভেলা নিয়ে গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে সাইফ ও আতিকুর যায় মাথাভাঙ্গা নদীর দর্শনা পাইপ ঘাটে। দুজনে চড়ায় পানিতে তলিয়ে যায় ভেলা। মাঝ নদীতে দু স্কুলছাত্র পানিতে ডুবে যাওয়া দেখে সাথে সাথে শুরু হয় খোঁজাখুঁজি। আতিকুরকে মিনিট পাঁচেক পর সঙ্গাহীন অবস্থায় উদ্ধার করতে পারলেও ঘণ্টা খানেক পর সাইফের লাশ উদ্ধার করা হয়েছে। আতিকুরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। সাইফের লাশ সন্ধ্যায় বেদনা বিধুর পরিবেশে স্থানীয় গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়।।