পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দু নারী গুরুতর আহত

 

 

স্টাফ রিপোর্টার: পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ গুরুতর আহত হয়েছেন দু নারী। গতকাল শুক্রবার পৃথক সময়ে পৃথক স্থানে তিনটি দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত দামুড়হুদা কুকিয়া চাঁদপুরের বুলবুলি খাতুনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। সাড়ে তিন বছরের শিশু লিয়নকে হাসপাতালে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। সে চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় ফায়ারস্টেশন পাড়ার আরেফিন রহমান লেলিনের ছেলে। মেহেরপুর ধানখোলার হাফিজুর রহমানের স্ত্রী রহিমা খাতুনকেও আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

জানা গেছে, শিশু লিয়ন তার দাদির সাথে বোয়ালমারীর উদ্দেশে রওনা হয়। দৌলাতদিয়াড় বাসস্ট্যান্ডের অদূরে অটো থেকে আছড়ে পড়ে গুরুতর আহত হয়। সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দামুড়হুদা কুকিয়া চাঁদপুরের মৃত শফিকুল ইসলামের স্ত্রী বুলবুলি খাতুন করিমনযোগে কুতুবপুর যাওয়ার পথে কার্পাসডাঙ্গা মুচির বটতলায় আছড়ে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। এ ছাড়া মেহেরপুর ধানখোলার গৃহবধূ রহিমা খাতুন তার পিতার বাড়ি পুরাতন দরবেশপুর থেকে নতুন দরবেশপুরে যান। সেখান থেকে মোটরসাইকেলযোগে পিতার বাড়ি ফেরার পথে পড়ে আহত হন।