মাথাভাঙ্গা মনিটর: মিশরেরনির্বিচারে গুলিতে সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসি’র অন্তত ছয় সমর্থকনিহত হয়েছেন। গত বছর সেনা অভ্যুত্থানের পর বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তাবাহিনীর গণহত্যার বার্ষিকীতে গত বৃহস্পতিবার রাস্তায় নেমে এসেছিলেন হাজারহাজার ব্রাদারহুড কর্মী। তাদের ওপর পুলিশের নির্মম হামলায় শতাধিকবিক্ষোভকারী আহত হয়েছেন। সেনা অভ্যুত্থান বিরোধী ও মুরসিপন্থী হাজার হাজারবিক্ষোভকারী রাজধানী কায়রোয় ‘আমরা ন্যায়বিচার চাই’ ব্যানার নিয়ে মিছিল বেরকরেন। কিন্তু বিচার চাইতে গিয়ে লাশ হয়ে ঘরে ফেরেন অন্তত ছয় বিক্ষোভকারী।
২০১৩সালের ৩ জুলাই তৎকালীন সেনা প্রধান ও বর্তমান প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহআল-সিসি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্টমুরসিকে ক্ষমতাচ্যুত করেন। এর প্রতিবাদে রাজধানী কায়রোর রাবা-আল-আদায়িয়া ওআন-নাহদা স্কয়ারে অবস্থান ধর্মঘট শুরু করেন মুরসির লাখ লাখ সমর্থক। ১৪আগস্ট তাদেরকে উৎখাতের জন্য গণহত্যা চালায় মিশরের সেনাবাহিনী ও পুলিশ। এতেকয়েক হাজার নিরপরাধ মানুষ নিহত হয়।