খবর:(ফের বাড়ছে জ্বালানি তেলে দাম)
বাড়ছে দেশে মাছের দাম
বনবনানী গাছের দাম
গরু ছাগল মোষের দাম
হাঁস-মুরগি গোশের দাম।
বাড়ছে দেশে চালের দাম
বেগুন মুলো ঝালের দাম
পাম সয়াবিন আটার দাম
ফিড়ে নোড়া পাটার দাম।
বাড়ছেমহাজোটের দাম
নেতা মুজিব কোটের দাম
ডাব নারিকেল বেলের দাম
দফায় দফায় তেলের দাম!
-আহাদ আলী মোল্লা