ইবোলা ভাইরাস নিয়ে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন ও চেকপোস্টে মেডিকেল টিমের কাজ শুরু

 

স্টাফ রিপোর্টার: ইবোলা ভাইরাস নিয়ে দেশজুড়ে সীমান্ত এবং বিমান ও নৌ বন্দরে সতর্কতার অংশ হিসেবে চুয়াডাঙ্গা দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন ও স্থল চেকপোস্টে পাঁচ সদস্যের মেডিকেল টিম কাজ শুরু করেছে। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. একরামুল হকের নেতৃত্বে মেডিকেল টিমের সদস্যরা ভারত থেকে আসা যাত্রীদেরকে সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছেন।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফ জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্টেশন ও চেকপোস্টে মেডিকেল টিম কাজ করবে। টিমের অন্যান্য সদস্যরা হলেন-সেনিটারি ইন্সপেক্টর শরীফ মো. আব্দুল মতিন, উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা ডা. ওয়াসিম আলী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. শাহজামাল ও ফ্যাসিলেটর মহিদুল ইসলাম।চেকপোস্টের ইমিগ্রেশন শাখার উপপরিদর্শক শেখ মাহবুবুর রহমান জানান, ইবোলা ভাইরাস প্রতিরোধে মেডিকেল টিম এখানে কাজ করছে।

উল্লেখ্য, দর্শনা স্টেশন হয়ে সপ্তাহে চারদিন ঢাকা-কোলকাতা রুটে মৈত্রী ট্রেন চলাচল করে। এছাড়া সপ্তাহে চেকপোস্ট (স্থলপথে) দিয়ে প্রতিদিন হাজার খানেক যাত্রী আসা যাওয়া করেন।