চুয়াডাঙ্গা কোর্টপাড়ায় নেশার টাকা না পেয়ে ছেলে চাকু নিয়ে হামলা চালায় মায়ের ওপর
স্টাফ রিপোর্টার: নেশার টাকা না পেয়ে মায়ের পেটে চাকু মেরেছে নেশাখোর ছেলে চুয়াডাঙ্গা কোর্টপাড়ার দীপ। গতকাল বেলা ১১টায় কোর্টপাড়ায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মা নাসিমা আক্তার শারমিনকে চুয়াডাঙ্গা থেকে ঢাকায় রেফার করা হয়েছে। যশোর মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে ঈদ করার জন্য ছেলে বাড়িতে এনে ছেলের হাতে জখম হলেন তিনি। তার ফুঁসফুঁসে চাকুর আঘাত লেগেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনার পর অভিযুক্ত দীপ গাঢাকা দিয়েছে।
অভিযোগসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের কোর্টপাড়ার অ্যাড. আলী হোসেনের ছেলে দীপ (২২) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তাকে কয়েক মাস আগে যশোর মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করে দেয় পরিবারের লোকজন। ঈদের আগে প্রিয় সন্তান দীপকে বাড়িতে নিয়ে আসার জন্য মা নাসিমা আক্তার শারমিন দীপের পিতাকে অনুরোধ করে। গত ঈদুল ফিতরের আগেই যশোর থেকে দীপকে চুয়াডাঙ্গায় নিয়ে আসা হয়। গতকাল বুধবার সকালে দীপ মায়ের কাছে এক হাজার টাকা চায়। মা জানতেন এই টাকা দিলেও দীপ আবার নেশা করবে। তাই টাকা দিতে তিনি অস্বীকার করেন। এ কারণে ধারালো চাকু নিয়ে হামলে পড়ে দীপ। চাকুর আঘাত প্রথমে লাগে মায়ের হাতে। এতেও দীপ শান্ত হয় না। এরপর চাকু মারে মায়ের পেটে। এতে রক্তাক্ত জখম হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, চাকু তার ফুঁসফুঁসে গিয়ে লেগেছে। অবস্থা আশঙ্কাজনক। মা নাসিমা আক্তার শারমিনকে ঢাকায় রেফার করা হলে তাকে ঢাকায় নেয়া হয়। এ ঘটনার পরপরই বাড়ি থেকে বেরিয়ে যায় অভিযুক্ত ছেলে দীপ।