প্রস্তুতি ম্যাচের অপেক্ষায় বাফুফে

স্টাফ রিপোর্টার: প্রস্তুতি ম্যাচ নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) এখনো অপেক্ষায় রেখেছে নেপাল। প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়ে বাফুফেরপাঠানো চিঠির উত্তর এখনো দেয়নি দক্ষিণ এশিয়ার দেশটি।দক্ষিণ কোরিয়ার ইনচনে এশিয়ান গেমস খেলতে যাওয়ার আগে ভালো প্রস্তুতিনিয়েই যেতে চায় বাংলাদেশ ফুটবল দল। এজন্য বিদেশের দলের সাথে অন্তত দুটিপ্রস্তুতি ম্যাচ খেলার ইচ্ছা তাদের।এ লক্ষ্যে নেপাল ও মালয়েশিয়ার সাথে যোগাযোগ করে বাফুফে। চিঠি দেয়ার পাশাপাশি ফোনেও যোগাযোগ করে তারা। তবে এখনো কোনোসাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবুনাঈম সোহাগ।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) লোডভিক ডিক্রুইফ ও রেনে কোস্টারের অধীনে অনুশীলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দল।নেপাল ওমালয়েশিয়ার কাছ থেকে সাড়া পাওয়ার অপেক্ষায় থাকা বাফুফে মাঝের সময়টাকে কাজে লাগাতেচায়। এ জন্য বাংলাদেশ সেনাবাহিনী দলের সাথে প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্তনিয়েছে তারা।সোহাগ জানান,আগামী বৃহস্পতিবার আর্মি স্টেডিয়ামে সেনাবাহিনীরসাথে প্রস্তুতি ম্যাচ খেলার বিষয়টি চূড়ান্ত হয়েছে।দক্ষিণ কোরিয়ার ইনচনেআগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়ান গেমস ২০১৪।