চাকরি হারালেন তারেকের স্ত্রী ডা. জোবাইদা

 

স্টাফ রিপোর্টার: দীর্ঘ৫ বছর ১০ মাসেরও বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় চাকরি হারালেনবিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।সরকারি চাকরিবিধির ৩৪ ধারা অনুযায়ী ৫ বছরের বেশি কেউ কর্মস্থলে থাকলে তারচাকরিচ্যুতির নিয়ম রয়েছে। এ নিয়মের মধ্যেই জুবাইদাকে চাকরিচ্যুত করা হয়েছেবলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

তবে কর্মস্থলেঅনুপস্থিতির জন্য চাকরি হারালেও এর কারণ ব্যাখ্যা চেয়ে স্বাস্থ্যমন্ত্রণালয় থেকে জোবাইদাকে নোটিশ দিতে হবে। ব্যাখ্যার জবাব না দিলে অথবাজবাব সন্তোষজনক না হলে পত্রিকায় চাকরিচ্যুতির বিজ্ঞপ্তি দিতে হবে। তবে জবাবসন্তোষজনক হলে চাকরি ফিরিয়ে দেয়ারও বিধান আছে।স্বাস্থ্য মন্ত্রণালয়েরকর্মকর্তারা বলছেন, জোবাইদার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে আইন অনুযায়ীব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। ২০১১ সালের ১১ অক্টোবর পর্যন্ত ছুটিমঞ্জুর ছিলো জোবাইদার। এরপর স্বামীর চিকিৎসা শেষ না হওয়ার কারণ দেখিয়েস্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিকবার ছুটি বাড়ানোর আবেদন করেছিলেন তিনি। কিন্তুস্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে কারণটি যৌক্তিক মনে না হওয়ায় ছুটি মঞ্জুর করাহয়নি।চাকরিবিধির ৩৪ ধারায় বলা হয়েছে, ঘটনার বিশেষ অবস্থা বিবেচনায়সরকার অন্য কোনো সিদ্ধান্ত না নিলে ছুটিসহ অথবা ছুটি ছাড়া একটানা পাঁচ বছরকর্ম থেকে অনুপস্থিত থাকার পর একজন সরকারি কর্মচারীর চাকরির অবসান হবে।পাঁচ বছর পূর্ণ হওয়ার দিনেও কাজে যোগদান করলে চাকরি থাকবে।