ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার বলেছেন, মুক্তিযোদ্ধারাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করলে আজ আমাদের দেশ স্বাধীন হতো না। তাই আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদের অধিক পরিমাণে ও বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করছে। গতকাল মঙ্গলবার সকালে কালীগঞ্জ শহরের শ্রীলক্ষ্মী সিনেমা হলের সামনে তৃতীয় তলা বিশিষ্ট কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কালীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কামান্ডার হেলাল সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেনউপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) দেবপ্রসাদ পাল, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার দলিল উদ্দীন, মুক্তিযোদ্ধা মন্টু গোপালু, আব্দুস সাত্তার মেম্বার প্রমুখ। শেষে কালীগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তৃতীয় তলা ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন এমপি আনার।