চুয়াডাঙ্গা কারাগারে বন্দি ভারতীয় নাগরিককেরেডক্রিসেন্ট সোসাইটির উপহার বিতরণ

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি পারিবারিক যোগাযোগ পুনর্স্থাপন বিভাগের উদ্যোগে চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দি চার ভারতীয় নাগরিককে নিত্য প্রয়োজনীয় উপকরণ উপহার দেয়া হয়েছে। কারাতত্ত্বাবধায়ক মো. আনোয়ারুজ্জামানের উপস্থিতিতে রেডক্রিসেন্ট সোসাইটির চুয়াডাঙ্গা ইউনিটের একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় কারাফটকে বন্দিদের হাতে এসব তুলে দেয়।

রেডক্রিসেন্ট সোসাইটির পক্ষে এসময় উপস্থিত ছিলেনচুয়াডাঙ্গা ইউনিটের কার্য্যকরী সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম, উপপরিচালক হায়দার আলী, প্রশাসনিক কর্মকর্তা ফিরোজ আল মামুন, আজীবন সদস্য শাহ আলম সনি ও যুব রেডক্রিসেন্ট নেতা মাবুদ সরকার। এসময় ভারপ্রাপ্ত জেলার ফয়েজুর রহমানসহ কারারক্ষীরা উপস্থিত ছিলেন।

প্রত্যেক বন্দীকে একটি করে শার্ট, লুঙ্গি, সাবান, টুথব্রাশ, টুথপাউডার, কাপড় কাচা সাবান, লুডু, ট্রেসিং ব্যাগ ও গামছা দেয়া হয়। উপহারপ্রাপ্ত বন্দিরা হলেন-ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর থানাধীন শান্তিপুর ফকিরপাড়া লেনের মৃত আব্দুল ওস্তাগারের ছেলে সেতাব আলী ওস্তাগার (৩৭), মরুটিয়া থানাধীন দীঘলকান্দি গ্রামের জ্যোতিন্দ্রনাথ বাগচীর ছেলে আশু বাগচী (৪০) এবং একই থানাধীন পাখি গ্রামের আবেদ আলী মল্লিকের ছেলে হাফিজ মল্লিক (২৮)ও মৃত এলাহী মল্লিকের ছেলে আবীর মল্লিক (৫২)। এর আগে গত ২৪ জুন ভারতের বর্ধমান জেলার মঙ্গলকোর্ট থানার লক্ষ্মীপুর গ্রামের মৃত মকিন শেখের ছেলে নুরাই শেখের (৪২) হাতে উপহার তুলে দেয়া হয়।

উল্লেখ্য, নুরাই শেখ সাজাপ্রাপ্ত আসামি হিসেবে বন্দি রয়েছেন এবং অন্য চারজনের বিরুদ্ধে মামলা বিচারাধীন রয়েছে।