ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জের অভিজাত হোটেল রুপসী বাংলা হোটেল অ্যান্ড চাইনিজ রেস্তোরার লাক কুপনের ড্র অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মেন বাসটার্মিনালস্থ মোটরমালিক সমিতির ভবনে এ ড্র অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
হোটেল রুপসী বাংলার ব্যবস্থাপনা পরিচালক আমিন কাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেনকালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি ও মোটরমালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান। এছাড়া অনুষ্ঠানে বাজার ব্যবসায়ী সমিতির নেতা সাইফুদ্দীন কেরু, হোটেল মালিক সুভাষ ঘোষ, সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। লাকি কুপনের ড্রয়ে প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল বিজয়ীর টিকিট নং হচ্ছে- ১৯১৬০, দ্বিতীয় পুরস্কার বিজয়ী কালার টেলিভিশনের টিকিট নং হচ্ছে- ১৬১৫৭ ও তৃতীয় পুরস্কার মোবাইল বিজয়ীর টিকিট নং হচ্ছে- ৩৬৬৫। এছাড়া ৯৯৭টি আকর্ষণীয় পুরস্কার বিজয়ীদের টিকিট নম্বর ঘোষণা করা হয়।