সংবাদ সম্মেলনে মেহেরপুর চাঁদপুর গ্রামবাসীর পাল্টা অভিযোগ

 

 

পারিবারিক দ্বন্দ্বের জেরে বাউল আবু বক্করের ষড়যন্ত্র

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে ফকির বাউল ও গ্রামবাসীর দ্বন্দ্ব ক্রমেই বাড়ছে। পারিবারিক দ্বন্দ্বের জেরে গ্রামের মানুষকে শায়েস্তা করতেই চুল কর্তনের মিথ্যা অভিযোগ উত্থাপন করেছে আবু বক্কর। এ অভিযোগ করে গ্রামে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবি করেছেন গ্রামবাসী। গতকাল বুধবার বিকেলে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানোর সাথে সাথে আবু বক্করকে গ্রেফতারেরও দাবি জানানো হয়।

গ্রামের পক্ষে লিখিত বক্তব্যে আব্দুর রব বলেন, আবু বক্কর নিজেকে সানোয়ার শাহের ভক্ত বলে পরিচয় দেয়। সম্প্রতি তার সব সম্পত্তি বিক্রি করে সানোয়ার শাহের আখড়ায় খরচের সিদ্ধান্ত নেয়। নিঃস্ব হওয়ার ভয়ে তার ছোট ছেলে রতন বাধা দেয়। এনিয়ে পিতা-পুত্রের মধ্যে চরম দ্বন্দ্ব শুরু হয়। সম্পদ বিক্রিতে সহযোগিতা করতে গ্রামের সমাজপতিদের কাছে নালিশ করেন আবু বক্কর। কিন্তু পারিবারিক বিষয়ে অনাগ্রহ প্রকাশ করেন গ্রামবাসী। এতে ক্ষিপ্ত হয়ে গ্রামের কিছু মানুষকে শায়েস্তা করার প্রকাশ্য হুমকি দেন তিনি। এর কয়েকদিন পরেই গ্রামের ১৭ জনের নামে মেহেরপুর আদালতে মিথ্যা মামলা দায়ের করেন। ঘরবাড়ি ভাঙচুর ও সম্পদ তছরুপের মিথ্যা অভিযোগ আনা হয়।

এদিকে গত শুক্রবার বিকেলে বড় ছেলে দিল্লিককে সাথে নিয়ে ছোট ছেলে রতনকে বেধড়ক মারপিট করে আবু বক্কর। গ্রামের মানুষ ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাদের শান্তিপূর্ণভাবে বসবাসের পরামর্শ দেয়। কিন্তু রাতেই আবু বক্কর আত্মগোপন করে। ছেলে রতন ও গ্রামের মানুষের বিরুদ্ধে আবারো ষড়যন্ত্রে লিপ্ত হয়। গ্রামবাসী তার চুল কেটে নিয়েছে বলে মিথ্যা ও বানোয়াট অভিযোগ উত্থাপন করে বাউলদের ক্ষেপিয়ে তোলে। বাউলরা বিষয়টি তদন্ত না করে কিংবা সত্যতা নিশ্চিত না হয়েই মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। যাতে গ্রামের মানুষ বিষ্মিত। তাই শান্তিপ্রিয় গ্রামবাসীর বিরুদ্ধে এমন ষড়যন্ত্র ও মিথ্যা অভিযোগ উত্থাপন করায় তদন্তপূর্বক তার শাস্তি দাবি করেন গ্রামবাসী।

সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ ছাড়াও চাঁদপুর গ্রামের বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। আবু বক্করের ওই কর্মকাণ্ড বন্ধ না হলে গ্রামবাসীও আন্দোলন কর্মসূচি পালন করতে বাধ্য হবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

উল্লেখ্য, চাঁদপুর গ্রামে ফকির বাউলদের মারধরের অভিযোগে আদালতে মামলা দায়ের ও আবু বক্করের চুল কর্তনের অভিযোগে বিভিন্ন স্থানে মানববন্ধন করছেন বাউলরা।