টিপ্পনী

 

 

খবর: (বৈদ্যুতিক মিটার টেম্পারিং করে চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ে অটোচার্জের দোকান)

 

চোর দেখেছি অনেক রকম

চুরির মেলা কায়দা,

অকেক চোরের বুদ্ধি একেক

তাতে একেক ফায়দা।

 

কোটপরা চোর ইন করা চোর

তেইশ কেটে তিন করা চোর

কলম খাতায় ভোগিজোগি-

রাতটা ভেঙে দিন করা চোর।

 

ছ্যাঁচড়া চোরের হাতে বেড়ি

ছিঁচকে চোরের জেল হয়,

কোটি কোটি টাকা চোরের

গায় গতরে তেল হয়।

 

বুঝে শুনে করো চুরি

যার যেরকম বাহাদুরি।

 

আহাদ আলী মোল্লা