বোমা হামলায় আওয়ামী লীগ কর্মী নিহত : কুড়িয়ে পাওয়া বোমায় শিশুর উড়লো হাত

 

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলায় সন্ত্রাসীদের বোমা হামলায়আতাউর রহমান পলেন (৬১) নামে এক আওয়ামীলীগ কর্মী নিহত ও ২ ছাত্রলীগ কর্মীআহত হয়েছে। নিহত পলেন শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা মহল্লার ফজলুর রহমানেরছেলে। আহত ছাত্রলীগ কর্মী আবুল কালাম আজাদ (৩০) ও অজ্ঞাতনামা আরেক যুবককেআশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে শেখটোলা বাজারে একটি দোকানে বসেছিলেন আতাউর রহমান পলেন। এমন সময় কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকেলক্ষ্য করে ৭-৮টি বোমার বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হনতিনি।বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয় আওয়ামী লীগ। তবে পুলিশ বলেছে, ঘটনাটিসম্পূর্ণ অরাজনৈতিক এবং সন্ত্রাসীদের সাথে নিহত আতাউর রহমান পলেনেরব্যক্তিগত বিরোধ ছিলো।

এদিকেশনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণেমাহাবুব (১২) নামে এক শিশুর ডানহাতের কব্জি উড়ে গেছে। মাহাবুব হচ্ছেগোমস্তাপুর উপজেলার দোষীমনি কাঁঠাল গ্রামের ওবাইদুর রহমানের ছেলে।সকাল সাড়ে ৯টারদিকে  দোষীমণি বাজার এলাকায় একটি কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে খেলতে গিয়ে বোমাটিবিস্ফোরিত হয়। এতে মাহাবুবের ডানহাতের কব্জি উড়ে যায়। মুমূর্ষু অবস্থায়তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।