চার কেজি সোনার জামা পরে জন্মদিন পালন

 

মাথাভাঙ্গা মনিটর: নিজের ৪৫তম জন্মদিনে চার কেজি সোনা দিয়ে তৈরি ‘শার্ট’পরে ব্যাপকচাঞ্চল্যের সৃষ্টি করেছেন ভারতের মহারাষ্ট্রের প্রভাবশালী রাজনীতিক ওশিল্পপতি পঙ্কজ পরখ।ভারতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে,এক কোটি ত্রিশলাখ রুপিরও বেশি মূল্যমানের শার্টটি পরে গত শুক্রবার মুম্বাই শহর থেকে ২৬০কিলোমিটার দূরের ইওলা শহরে হেঁটে তাক লাগিয়ে দিয়েছেন পরখ। নিজের জন্মদিনেএমন বিশেষ শার্ট পরা পরখ বলেন,এ শার্ট আমার ‘বিশেষত্ব প্রকাশ’করছে।অবশ্য,শার্টটি পরার পর স্থানীয় জনতার পক্ষ থেকে তিনি শ্রদ্ধা ও ভক্তিপেয়েছেন বলে জানান।পরখ বলেন,সাধারণত আমি কখনও ২-৩ কেজি ওজনের সোনারঅলঙ্কার ছাড়া বাইরে যাইনি। বরাবরই আমি সোনার প্রতি আসক্ত। পাঁচ বছর বয়সথেকেই সোনায় আসক্তি শুরু হয় আমার।যে কারণে এটা খুবই যৌক্তিক আমি ৪৫তমজন্মবার্ষিকীতে সোনার তৈরিই কিছু পরিধান করবো।তিনি আরও বলেন, ২৩ বছরআগে আমার বিয়ের সময়ও আমি খুব বিব্রতকর অবস্থায় পড়ে যাই। তখন সবাই বলছিলো,কনের চেয়ে আমার শরীরেই বেশি স্বর্ণালঙ্কার। কিন্তু আমি এ রাজকীয় ধাতুসত্যিই অনেক পছন্দ করি।পরখের শার্টটির বৈশিষ্ট্য হলো-এটি সাধারণশার্টের মতোই নমনীয় এবং কোমল। ওপরে স্বর্ণ থাকলেও ভেতরে পাতলা কাপড় দেয়াহয়েছে। এটা খুব সহজে পরিষ্কারও করা যাবে এবং সাধারণ কাপড়ের মতো ঝুলিয়েশুকানোও যাবে। শার্ট বানাতে যে সোনা ব্যবহার করা হয়েছে তারও রয়েছে আজীবনগ্যারান্টি।