দুর্বার ম্যান ইউর শিরোপা জয়

 

মাথাভাঙ্গা মনিটর: নতুন কোচ লুইস ফন গালের অধীনে দুর্বারম্যানচেস্টার ইউনাইটেড মরসুম শুরুর আগের প্রস্তুতিমূলক টুর্নামেন্টইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা জিতেছে। পিছিয়ে পড়েও ৩-১ গোলেতারা হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক দল লিভারপুলকে।যুক্তরাষ্ট্রের মিয়ামির সান লাইফ স্টেডিয়ামে গত সোমবার রাতে ম্যাচের ১৪ মিনিটেপেনাল্টি থেকে অধিনায়ক স্টিভেন জেরার্ডের গোলে এগিয়ে যায় লিভারপুল। রাহিমস্টার্লিংকে ইউনাইটেড ডিফেন্ডার ফিল জোনস ফেলে দিলে পেনাল্টির নির্দেশদিয়েছিলেন রেফারি। প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর একটি সুযোগ হাতছাড়া করেলিভারপুল।দ্বিতীয়ার্ধে খেলায় ফিরে আসে ইউনাইটেড। ৫৫তম মিনিটেহাভিয়ের এরনান্দেসের ক্রস থেকে ঠাণ্ডা মাথায় গোল করেন ওয়েইন রুনি। দুমিনিট পরে হুয়ান মাতার জোড়ালো শট মামাদু সাকোর গায়ে লেগে খানিকটা দিকপাল্টে লিভারপুলের জালে জড়ায়।ম্যাচের নির্ধারিত সময়ের দু মিনিটআগে বদলি হিসেবে নামা জেসি লিনগ্যার্ডের ১৮ গজ দূর থেকে নেয়া জোরালো শটেশিরোপা নিশ্চিত হয় ইউনাইটেডের।গত মরসুমে বাজে ফল করা ম্যানচেস্টারইউনাইটেড যেন নতুন কোচ লুইস ফন গালের ছোঁয়ায় পাল্টে গেছে। যুক্তরাষ্ট্রসফরে এ নিয়ে টানা পঞ্চম ম্যাচ জিতলো তার দল। প্রীতি ম্যাচে এলএগ্যালাস্কিকে উড়িয়ে দেয় তারা। এরপর আট দলের এটুর্নামেন্টে ইতালির রোমা ওইন্টারমিলান এবং চ্যাম্পিয়ন্স লিগজয়ী রিয়াল মাদ্রিকে হারিয়ে ফাইনালে ওঠেইউনাইটেড।