আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জাভি

 

মাথাভাঙ্গা মনিটর: আন্তর্জাতিকফুটবল থেকে বিদায় নিলেন স্পানিশ মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। সম্প্রতিশেষ হওয়া ব্রাজিল বিশ্বকাপে হতাশজনক পারফরম্যান্সের পর সিদ্ধান্ত নিতে বেশিদেরি করলেন না জাভি।আন্তর্জাতিক ক্যারিয়ারে স্পেনের স্বর্ণালীপ্রজন্মেও অন্যতম কাণ্ডারি ছিলেন জাভি। ২০০০ সালে অভিষেক হওয়ার পর থেকেইস্পেন দলের মাঝমাঠের অন্যতম প্রধান স্তম্ভ ছিলেন তিনি। স্পেনের উজ্জ্বলনক্ষত্র জাভি দলের হয়ে ২০০৮ সালে ইউরো,২০১০ সালে প্রথমবারের মতো বিশ্বকাপএরপর ২০১২ সালে আবারো ইউরো জিতেন।২০০৮ সালে ইউরোপের সেরা খেলোয়াড়েরপুরস্কার ঘরে তুলেন তিনি। স্পানিশ অধিপত্যের অন্যতম প্রধান এ কারিগর মাঝমাঠে ঝলক দেখানোর পাশাপাশি দেশের হয়ে ১৩৩ ম্যাচে গোল করেছেন ১৩টি।বিদায়ঘোষণা দেয়ার সময় জাভি বলেন, আমি মনে করি এখনই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষকরার উপযুক্ত সময়। স্পেন ফুটবল ফেডারেশনকে অনেক ধন্যবাদ জানাই। স্পেন দলেরহয়ে আমার অনেক অর্জন রয়েছে। দলের সবাই ছিলো খুব চমৎকার ও ভালো। স্পেনটিমের সাথে থাকাকালে আমি দারুণ সময় কাটিয়েছি।সাফল্যে ভরাক্যারিয়ার হলেও বিদায়ের মুহূর্তটা খুব সুখকর হলোনা জাভির। ব্রাজিলবিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবে অংশ নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়স্পেন। আসরের প্রায় প্রতিটি ম্যাচেই অনুজ্জ্বল ছিলেন ৩৪ বছর বয়সী এ তারকা।বিদায়েরসময় সাম্প্রতিক বাজে সময়ের কথা উল্লেখ করে জাভি বলেন, গত মরসুমটা খুবইহতাশা নিয়ে কেটেছে। ক্লাব এবং দেশ উভয় ক্ষেত্রেই। গত মরসুমটি হয়ে থাকবেআমার জীবনের সবচেয়ে হতাশাগ্রস্ত সময়।