মুজিবনগরে শ্বশুরকে কাকা সাজিয়ে মৃত কাকার জমি রেজিস্ট্রি করেনেয়ার অভিযোগ

 

 

মুজিবনগর প্রতিনিধি শ্বশুরকে কাকা সাজিয়ে মৃত কাকার জমি রেজিস্ট্রি করে নিয়েছে বলে ভাতিজার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা বলেছেন,মৃত্যুর এক মাস ১২ দিন পরে কাকার জমি রেজিস্ট্রি হয়েছে মেহেরপুর মুজিবনগর সাব রেজিস্টি অফিসে। প্রতারক ভাতিজা জোসেব মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের মৃত তেঁতুল মণ্ডলের ছেলে। এ ঘটনা টক অবদ্যা মুজিবনগরে পরিণত হয়েছে।

জানাগেছে, মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের মৃত ফিলিপ মণ্ডলের ছেলে সুদান গ্রাব্রিয়েল মণ্ডল এ বছরের ৪ জুন মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরে তার ভাতিজা মি. জোসেব মণ্ডল তার শ্বশুর শিবা মণ্ডলকে কাকা সুদান গাব্রিয়েন মণ্ডল সাজিয়ে গত ১৭ জুলাই মুজিবনগর সাব রোজস্ট্রি অফিসের মাধ্যমে তার এক একর জমি রেজিস্ট্রি করে নেন। ওই জমি রেজিস্ট্রিতে মেহেরপুরের বামনপাড়া গ্রামের মৃত ফরিদ খাঁর ছেলে ইউনুচকে শনাক্তকারী সাজানো হয়েছে। এবিষয়ে মামলার দায়ের প্রস্তুতি চলছে বলে জানান মৃত সুদান গ্রাব্রিয়েল মণ্ডলের বড় ভাই নিরান মণ্ডল।