কমনওয়েলথে বাংলাদেশের রৌপ্য জয়

 

স্টাফ রিপোর্টার: কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য জিতেছেন বাংলাদেশের আব্দুল্লাহ হেল বাকি।গেমসেরশুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। সাঁতার,সাইক্লিং আর টেবিল টেনিস ওভারোত্তোলন থেকে হতাশাজনক পারফরম্যান্সের পর রৌপ্য জয়ের সাফল্য ধরা দিলোবাংলাদেশের কাছে।এর আগে বৃহস্পতিবার মেয়েদের ৫০ মিটারব্রেস্টস্ট্রোক সাঁতারের হিট থেকেই বাদ পড়েন মাহফুজা খাতুন। সব মিলিয়ে হিটে৩৫ জনের মধ্যে ২৬তম হন তিনি। তাই সেমিফাইনালে আর জায়গা হয়নি তার।একইরাতে মেয়েদের ভারোত্তোলনে ৪৮ কেজি ওজন শ্রেণিতে ষষ্ঠ হন মোল্লা সাবিরা। সবমিলিয়ে ১৪২ কেজি ওজনই তুলতে পারেন তিনি। এ ইভেন্টে সোনা ও রূপার পদক দুটিগেছে ভারতের দুই ভারোত্তোলকের অধিকারে। আর ১৬২ কেজি ওজন তুলে ব্রোঞ্জজেতেন নাইজেরিয়ার প্রতিযোগী।২৩ জুলাই স্কটল্যান্ডেরগ্লাসগোয় সেল্টিক পার্কে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে পর্দা ওঠে কমনওয়েলথগেমসের। গেমসের ২০তম আসরে অংশ নিচ্ছে ৭১টি দেশ ও অঞ্চলের প্রায় সাড়ে চারহাজার ক্রীড়াবিদ।